ABP Ananda LIVE: হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা । লঞ্চঘাট বন্ধ থাকায় তীব্র ক্ষোভ বাম কর্মী সমর্থকদের । চারটি বাম গণ সংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ । বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে পৌঁছলেন কর্মী সমর্থকরা । স্টেশনে নেমে লঞ্চ ঘাট বন্ধ দেখে ক্ষোভ কর্মীদের । চক্রান্ত করে আটকানো যাবে না, পায়ে হেঁটেই ব্রিগেডে যাব' । কম সংখ্যক লঞ্চ থাকায় সার্ভিস বন্ধ, দাবি জলপথ পরিবহণ সমিতির